ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে পিলারেই আটকে গেল দুই চোর

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: মে ১২, ২০২৫, ১০:০১ পিএম
চুরি হতে যাওয়া বিদ্যুৎ ট্রান্সফরমার। ছবি-রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে পিলারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন দুই চোর। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে।

রোববার (১১ মে) গভীর রাতে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বালুরচর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বালুরচর গ্রামের জিতু প্রধানের ছেলে নাঈম প্রধান (১৭) ও বাউশিয়া ইউনিয়নের চর কুমারিয়া গ্রামের আহমদ আলীর ছেলে সোহেল রানা (২৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বালুর চর এলাকার বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার খুলতে যান তারা। ট্রান্সফরমারের সংযোগ বিচ্ছিন্ন না করেই খুলতে গেলে হঠাৎ করে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিলার থেকে ছিটকে পড়েন। তাদের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা আরশাদ কবির জানান, আহতের শরীর ব্যাপকভাবে ঝলসে গেছে। আশঙ্কাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির-০৩ গজারিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো.আশরাফুল আলম জানান, রাতেই ঘটনাটি ঘটেছে। সকালে পল্লী বিদ্যুতের কর্মীরা গিয়ে ঝুলন্ত ট্রান্সফরমাটি নামিয়ে নতুন করে বিদ্যুতের লাইনটি সচল করা হয়।

এ বিষয়ে গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, ‘খবর শুনেছি। তবে, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’