ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫

নিয়ন্ত্রণরেখায় ৫০ ভারতীয় সেনা নিহত, দাবি পাকিস্তানের

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৬:৪৬ পিএম
ভারতীয় সেনা। ছবি-সংগৃহীত

কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় পাল্টা হামলায় ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান।

বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তানের জাতীয় পরিষদে বক্তব্য দেওয়ার সময় এ দাবি করেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী সাহসের সঙ্গে জবাব দিয়েছে। শত্রুপক্ষের ঘাঁটিতে কার্যকর হামলা চালিয়েছে। ৪০ থেকে ৫০ ভারতীয় সেনা নিহত হয়েছে। 

তবে ভারতের পক্ষ থেকে এ সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভারতের পুঞ্চ জেলার পুলিশ বলেছে, পাকিস্তানের গোলাবর্ষণে অন্তত ১৬ জন বেসামরিক নাগরিক এবং এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষের আশঙ্কায় সীমান্তবর্তী গ্রামগুলো থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে।

গত কয়েক দিন ধরে কাশ্মীর সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। বুধবার ভোররাতে ভারতের বিমান হামলায় অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার অভিযোগ করেছে ইসলামাবাদ। এর জবাবে পাকিস্তান পাল্টা সামরিক অভিযান চালানোর ঘোষণা দেয়।

এর আগে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছিল, তারা ভারতীয় সামরিক ঘাঁটিতে গোলাবর্ষণ করে এবং ভারতের পাঠানো ২৫টি কামিকাজে ড্রোন ভূপাতিত করে।

অন্যদিকে, ভারতও জানিয়েছে, তারা পাকিস্তানের ছোড়া ১৫টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এবং তাদের পাল্টা হামলায় ১০০ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।