ঢাকা মঙ্গলবার, ০৬ মে, ২০২৫

কোরবানির ঈদে টানা ১০ দিন ছুটি

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৬, ২০২৫, ০২:২৫ পিএম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো। ছবি: রূপালী বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এ বছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন ছুটি ঘোষণা করেছে। পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হবে আগামী ৫ জুন থেকে। ছুটি শেষ হবে ১৪ জুন।

মঙ্গলবার (০৬ মে) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ ছাড়া প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ তথ্য পোস্ট করেছেন।

তিনি আরও জানান, ১৭ মে ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সব সরকারি অফিস খোলা থাকবে।

এর আগে গেল পবিত্র ঈদুল ফিতরেও লম্বা ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। পরে নির্বাহী আদেশে আরও এক দিন ৩ এপ্রিল ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। ফলে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি কাটিয়েছেন তারা। 

এ ছাড়াও চলতি মাসে সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন দুই ধাপের ছুটি। ১ মে (মে দিবস) ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিনের ছুটি। এ ছাড়া আগামী রবিবার (১১ মে)  বুদ্ধ পূর্ণিমা। এর আগে শুক্রবার ও শনিবার দুইদিনের সাপ্তাহিক ছুটি আছে তাদের। অর্থাৎ মে মাসেই দুবার তিন দিন করে ছুটি পাচ্ছেন তারা।