ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবের বিভিন্ন এলাকা লক্ষ্য করে পাকিস্তানের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম।
আজ বৃহস্পতিবার (৮ মে) স্থানীয় সময় আনুমানিক রাত ৯টার দিকে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্তের আরএস পুরা, আরনিয়া, সাম্বা ও হিরানগরে এই হামলার ঘটনা ঘটেছে বলে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই হিমাচল প্রদেশের ধর্মশালায় চলছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ।
বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচটি ১০.১ ওভারের খেলা শেষে আকস্মিকভাবে ফ্লাডলাইট বন্ধ হয়ে যাওয়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয়।
ইএসপিএনক্রিকইনফোর সূত্রে জানা গেছে, নিরাপত্তা শঙ্কায় আইপিএল কর্তৃপক্ষ স্টেডিয়াম খালি করার নির্দেশ দিলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়।
ধর্মশালায় এদিন টস জিতে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস ১০.১ ওভারে ১ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করার পর মাঠের তিনটি ফ্লাডলাইট টাওয়ার একে একে নিভে যায়। প্রায় দশ মিনিট অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এর আগে, নিরাপত্তাজনিত কারণে এই ভেন্যুর পরবর্তী আইপিএল ম্যাচটিও সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিল কর্তৃপক্ষ।
অন্যদিকে, পাকিস্তান সুপার লিগের (পিএসএল)-এর খেলাও একই কারণে স্থগিত করা হয়েছিল।