ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫

ধর্মশালায় পাঞ্জাব-দিল্লি ম্যাচ শুরুতে বিলম্ব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৮:৩৪ পিএম
ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৫৮তম ম্যাচে বৃষ্টির কারণে খেলা শুরুতে বিলম্ব ঘটেছে।

হিমাচল প্রদেশের এইচপিসিএ স্টেডিয়ামে আজ পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়ার কথা ছিল।

তবে, খেলা শুরুর আগে থেকেই ধর্মশালার আকাশ মেঘলা এবং বৃষ্টি শুরু হওয়ায় মাঠ খেলার জন্য প্রস্তুত করা যায়নি। বৃষ্টি কখন থামবে এবং খেলা কখন শুরু হবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। 

এদিকে ১১ ম্যাচে ৭ জয় ও ৩ পরাজয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে অবস্থান করছেন পাঞ্জাব কিংস।

অপরদিকে ১১ ম্যাচে ৬ জয় ও ৪ পরাজয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে অবস্থান করছেন দিল্লি ক্যাপিটালস।

প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে দু দলের জন্যই আজকের ম্যাচটি গুরুত্বপূর্ণ।