আসন্ন ব্রিজ বিশ্বকাপ কোয়ালিফায়ারে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
বৃহস্পতিবার (৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন ফেডারেশনের সেক্রেটারি নাইমুল হাসান, ট্রেজারার মো. জাহিদ হোসেনসহ দলের খেলোয়াড় ও কর্মকর্তারা।
সাক্ষাৎকালে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব দলের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘ব্রিজ একটি মেধাভিত্তিক মানসিক ক্রীড়া যেখানে কৌশল, ধৈর্য ও বুদ্ধিমত্তার সমন্বয় প্রয়োজন। এই দল আন্তর্জাতিক মঞ্চে দেশের গৌরব বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’
দলের সদস্যরা তাদের প্রস্তুতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। তারা জানান, ডেনমার্কে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতার জন্য তারা নিয়মিত ও নিবিড় প্রশিক্ষণ গ্রহণ করছেন এবং দেশের প্রতিনিধিত্ব করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, ব্রিজ বিশ্বকাপ কোয়ালিফায়ার প্রতিযোগিতা আগামী আগস্ট মাসে ডেনমার্কে অনুষ্ঠিত হবে।