ঢাকা বুধবার, ০৭ মে, ২০২৫

একদিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৬, ২০২৫, ১০:০৭ পিএম
ছবি- সংগৃহীত

একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম।

মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ার বিষয়টি জানিয়েছে।

আগামীকাল বুধবার (৭ মে) থেকে নতুন দাম কার্যকর হবে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৬৬২ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৯৪৮ টাকা।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের দিন সোমবার (৫ মে) এক ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ৩১০ টাকা বাড়ানো হয়েছিল। ফলে দুই দিনের ব্যবধানে সোনার দাম বেড়েছে মোট ৫ হাজার ৯৭২ টাকা। এর আগে ৪ ও ২৩ এপ্রিল দুই দফায় দাম কমানো হয়েছিল ৮ হাজার ৯১২ টাকা।

বিভিন্ন ক্যারেটে সোনার নতুন দর ২২ ক্যারেট প্রতি ভরি ১,৭৪,৯৪৮ টাকা (বৃদ্ধি ৩,৬৬২ টাকা), ২১ ক্যারেট প্রতি ভরি ১,৬৭,০০৫ টাকা (বৃদ্ধি ৩,৫১১ টাকা), ১৮ ক্যারেট প্রতি ভরি ১,৪৩,১৪১ টাকা (বৃদ্ধি ২,৯৯৮ টাকা) ও সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ১,১৮,৪৬০ টাকা (বৃদ্ধি ২,৫৫৫ টাকা)

সোনার পাশাপাশি রুপার দাম এই দফায় অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ২,৮১১ টাকা, ২১ ক্যারেট ২,৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২,২৯৮ টাকা ও সনাতন পদ্ধতির রুপা ১,৭২৬ টাকা।

বাজুস বলছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দামের ঊর্ধ্বগতির কারণে এ দাম বাড়ানো হয়েছে।