ঢাকা বুধবার, ০৭ মে, ২০২৫

ভারতের হামলাকে ‘দুঃখজনক’ বললেন ট্রাম্প

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৪:১৫ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

পাকিস্তানে মধ্যরাতে ভারতের মিসাইল হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি হামলার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি শুধু আশা করি, এটা খুব দ্রুত শেষ হবে।’

ট্রাম্পের এই বক্তব্যে স্পষ্ট যে, যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং সংঘাত যেন দ্রুত প্রশমিত হয়, সে বিষয়ে উদ্বিগ্ন।