পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফ ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে সরাসরি ‘যুদ্ধ ঘোষণা’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, পাকিস্তান এর উপযুক্ত জবাব দিচ্ছে এবং এ ধরনের আগ্রাসন কখনও সফল হতে দেওয়া হবে না।
এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে শেহবাজ শরীফ বলেন, ‘ভারত দ্বারা চাপিয়ে দেওয়া এই যুদ্ধ ঘোষণার উপযুক্ত জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে, এবং সেই জবাব ইতিমধ্যেই দেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘শত্রুকে তার অপকর্মে কখনো সফল হতে দেওয়া হবে না। পাকিস্তানি জাতির মনোবল অত্যন্ত দৃঢ়।’
এর আগে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, ‘ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন পাকিস্তানি নিহত ও ১২ জন আহত হয়েছেন। পাল্টা জবাবে পাকিস্তান দুইটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে।’
এই ঘটনার পর পুরো অঞ্চলজুড়ে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে, এবং আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বাড়ছে।