পাকিস্তানের অভ্যন্তরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন অন্তত ১২ জন। হামলার প্রতিশোধ হিসেবে পাকিস্তান সেনাবাহিনী ভারতের দুই বিমান ভূপাতিত করেছে। খবর দ্য ডনের
প্রতিবেদনে বলা হয়, ভারতের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) দুটি জেট বিমান গুলি করে ভূপাতিত করেছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতের এই আগ্রাসনের যোগ্য জবাব দিচ্ছে।
নিরাপত্তা সূত্র জানায়, পাকিস্তান বিমান বাহিনী এবং পাকিস্তান সেনাবাহিনী ভারতের এই কাপুরুষোচিত হামলার বিরুদ্ধে কঠোর ও দৃঢ় প্রতিক্রিয়া জানাচ্ছে।
এর আগে, মঙ্গলবার দিবাগতরাতে পাকিস্তান ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এ হামলায় শিশুসহ তিনজন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ১২ জন।
এর পাল্টা জবাব হিসেবে ভারতে হামলা শুরু করেছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের কোটলি, বাহাওয়ালপুর, মুরিদকে, বাগ এবং মুজাফফরাবাদে অন্তত নয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ভারতীয় বাহিনী।
পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানিয়েছে।