ঢাকা বুধবার, ০৭ মে, ২০২৫

রাশিফল: দিনটি কেমন যাবে আপনার?

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৮:২১ এএম
ছবি: সংগৃহীত

আজকের রাশিফল এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি।

পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-

মেষ: কর্মক্ষেত্রে কাছের মানুষের উপদেশ মেনে চললে বিশেষ সুফল পাবেন। দাঁতের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। সম্পত্তি সংক্রান্ত বিবাদের মীমাংসা হতে পারে। ব্যবসায় আর্থিক লাভ হতে পারে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের ঋণ আজ পরিশোধ করতে পারেন।

বৃষ: নিজের চেষ্টায় সম্পত্তির পরিমাণ বাড়াতে পারবেন। সাংসারিক দায়িত্ব বাড়বে বৃষ রাশির জাতকদের। ছেলে-মেয়ের জন্য আজ আপনাকে কষ্ট পেতে হতে পারে। ফাটকা ব্যবসায়ীদের পক্ষে আজকের দিনটি বিশেষ শুভ। তবে প্রেমের ক্ষেত্রে আজ সাবধান থাকুন।

মিথুন: মিথুন রাশির জাতকদের আত্মীয়রা আজ আপনার কাছে নতি স্বীকার করতে বাধ্য হবে। ব্যবসায় বহুমুখী প্রচেষ্টা সফল হওয়ার আশা রয়েছে। আজ নতুন কাজ পাওয়ার যোগ নেই। গান-বাজনার প্রতি আপনার অনুরাগ বাড়তে পারে। পারিবারিক কারণে খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে।

কর্কট:অর্থ বিনিয়োগের ক্ষেত্রে আজ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কোনও ঈর্ষাকাতর সহকর্মী বা ব্যবসায়িক অংশীদার থেকে সাবধান থাকবেন। দাম্পত্যে খুঁটিনাটি নিয়ে বিরোধ হতে পারে। সরকারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যোগ রয়েছে। উপার্জন বৃদ্ধি পাবে।

সিংহ: নতুন কাজ পাওয়ার আশা রয়েছে সিংহ রাশির জাতকদের। ব্যবসায় সাফল্য আসবে। সন্তান সম্পর্কে দুশ্চিন্তার অবসান হবে। জনকল্যাণমূলক কাজে যুক্ত হওয়ার কারণে অনেকের প্রশংসা পাবেন। উচ্চশিক্ষায় নতুন দিগন্ত পেতে পারেন। রাজনৈতিক ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কন্যা: বিদেশ ভ্রমণের অভূতপূর্ব সুযোগ আসতে পারে কন্যা রাশির জাতকদের সামনে। মায়ের শরীর-স্বাস্থ্য সাময়িক খারাপ হতে পারে। বাড়িতে শুভ অনুষ্ঠানে কারণে অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। সন্তানের কৃতিত্বে গর্ববোধ করবেন। প্রাপ্তি ক্ষেত্রে কিছুটা বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে।

তুলা: আজ ব্যবসায় সাফল্য আসবে। পাকস্থলী বা হৃদরোগের সম্ভাবনা বাড়তে পারে। আজ নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম হবেন। নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। ঘনিষ্ঠ ব্যক্তির থেকে ক্ষতির আশঙ্কা থাকছে। বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে।

বৃশ্চিক: প্রবীণ ব্য়ক্তিরা বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন। শরীরের কোনও অংশ থেকে ক্তক্ষরণ হতে পারে। কর্মপ্রার্থীরা সরকারি চাকরি পেতে পারেন। পরিবারের প্রতি উদাসীনতা বাড়বে। অবিবাহিতদের বিয়ের কথা এগোতে পারে। বিতর্কিত মন্তব্য এড়িয়ে চলুন। জীবনসঙ্গীর সাহায্যে আর্থিক সমস্যা মুক্তি পাবেন।

ধনু: আজকের দিনটি দায়িত্ব পালন ও পরোপকারের চেষ্টায় কাটবে। পুরোনো বন্ধুর সাহায্য পেতে পারেন। বৈদ্যুতিন সামগ্রী, আসবাবপত্র ও বইয়ের ব্যবসা আজ লাভজনক হবে। সন্তানের কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। পরিবারে নতুন অতিথির আগমন বা সন্তান লাভের সম্ভাবনা রয়েছে।

মকর: প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের আশা রয়েছে। ফাটকায় বিনিয়োগ না করাই ভালো। দাম্পত্যে মনোমালিন্য উদ্বেগ বাড়াবে। সেবা ও সততার বিনিময়ে আজ কষ্ট পেতে পারেন। গুরুজনের চিকিৎসার কারণে অতিরিক্ত খরচ হতে পারে। কর্মক্ষেত্রে অনিশ্চয়তা ও জটিলতা বাড়লেও দিনান্তে সব সমস্যার সমাধান হবে।

কুম্ভ: জীবনসঙ্গীর স্বাস্থ্যহানি হতে পারে। কর্মক্ষেত্রে আপনার সুনাম বাড়বে এবং উন্নতি করতে পারবেন। কোনও হিতাকাঙ্খী আপনার বিয়ের সম্বন্ধ নিয়ে আসতে পারেন। বৈষয়িক কারণে খরচ বাড়তে পারে। নতুন গাড়ি কেনার সুযোগ আসতে পারে। কাউকে অর্থ সাহায্য করা থেকে বিরত থাকুন।

মীন: কর্মক্ষেত্রে অসতর্কতার কারণে সুযোগ হাতছাড়া হতে পারে। বিতর্ক-বিবাদে প্রতিপক্ষের পরাজয় হবে। অফিসে শত্রুবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নতুন চাকরি পাওয়ার আশা কম। কাছেপিঠে ভ্রমণ হতে পারে। গুরুজন অসুস্থ হয়ে পড়তে পারেন। শরীর খারাপ হতে পারে। ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।