পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ১০-এর ২৬তম ম্যাচে বুধবার পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হয়েছে ইসলামাবাদ ইউনাইটেড।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
রাইলি রুশো ও হাসান নাওয়াজের জোড়া শতকে রানের পাহাড় গড়ে তোলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৬৩ রান সংগ্রহ করেন গ্ল্যাডিয়েটর্সের ব্যাটাররা।
বল হাতে বেশ খরচে ছিলেন ইসলামাবাদ ইউনাইটেডের বলাররা। ইমাদ ওয়াসীম ও নাসিম শাহ একটি করে উইকেট তুলে নেন এদিন।
বাঁচা-মরার ম্যাচে প্লে-অফে টিকে থাকতে হলে ১২০ বলে ২৬৪ রানের দরকার ইসলামাবাদ ইউনাইটেডে।