ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

সিরিজ জয় যুবাদের, বৃষ্টিতে ভেসে গেল শেষ ম্যাচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৫:০০ পিএম
ছবি-সংগৃহীত

সিরিজের শেষ ম্যাচে আজ কলম্বোতে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে বৃষ্টির হানায় পরিত্যক্ত হয়ে যায় ম্যাচটি।

৬ ম্যাচের এই সিরিজে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে আজিজুল হক তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

শেষ ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে শুরুতেই ধাক্কা খায় দলটি। শূন্য রানে বিদায় নেন ওপেনার জাওয়াদ আবরার। এরপর ইনিংস মেরামতে এগিয়ে আসেন কালাম সিদ্দিকি অলিন ও অধিনায়ক তামিম।

এরপর রিজান হোসেনকে সঙ্গে নিয়ে দুর্দান্ত জুটি গড়েন অধিনায়ক তামিম। তুলে নেন নিজের হাফ সেঞ্চুরি, এগোচ্ছিলেন শতকের দিকে। কিন্তু মাত্র ৬ রান দূরে থাকতেই (৯৪ রানে) থেমে যায় তার ইনিংস। বিদেশের মাটিতে এই সফরে সেঞ্চুরি হাতছাড়া হয়ে যায় তার।

 

তামিমের বিদায়ের পর ক্রিজে আসেন উইকেটকিপার মোহাম্মদ আব্দুল্লাহ। রিজান তখন ৪৮ রানে এবং আব্দুল্লাহ ৫ রানে অপরাজিত ছিলেন, এমন সময় শুরু হয় বৃষ্টি। 

৩৯ দশমিক ১ বলে বৃষ্টির কারণে থেমে যায় খেলা। ফলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এদিকে বৃষ্টি ভাসালেও সিরিজ জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছে বাংলাদেশের যুবারা।