সেনাবাহিনী, কোস্ট গার্ড ও বিজিবির ক্যাপ্টেন বা তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস বাড়িয়েছে সরকার।
১৪ মে ২০২৫ থেকে পরবর্তী ৬০ দিন এ ক্ষমতা বলবৎ থাকবে।
বৃহস্পতিবার (৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
এতে বলা হয়, ফৌজদারি কার্যবিধির বিভিন্ন ধারা অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তারা জরুরি অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেটসুলভ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
প্রজ্ঞাপনে যেসব ধারার অধীন ক্ষমতা প্রয়োগের কথা বলা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে- ফৌজদারি কার্যবিধির ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারা।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে গত বছরের ১৭ সেপ্টেম্বর প্রথমবারের মতো সশস্ত্র বাহিনীকে এ ক্ষমতা প্রদান করে সরকার। তারপর থেকে প্রতি দুই মাস অন্তর এ মেয়াদ বাড়ানো হচ্ছে।
এর আগে, ২০২৪ সালের ১৯ জুলাই রাতে সরকার কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সংঘর্ষের পর সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করেছিল।
পরে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়।