ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫

ধর্মশালায়ও ভারতীয় সেনাবাহিনীকে শ্রদ্ধা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৮:১৭ পিএম
ছবি : সংগৃহীত

হিমাচল প্রদেশের ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ শুরুর আগে ভারতীয় সেনাবাহিনীকে বিশেষভাবে শ্রদ্ধা জানাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

বৃহস্পতিবার (৮ মে) পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচের আগে এই অনুষ্ঠানে দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে মঞ্চে উঠবেন জনপ্রিয় গায়ক ও সুরকার বি প্রাক।

বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘ধর্মশালা প্রস্তুত হও গানের জাদুতে মাতোয়ারা হওয়ার জন্য। দেশপ্রেমে ভরপুর এক রাত উপহার দিতে আসছেন বি প্রাক, যেখানে প্রতিটি গানে ভারতের সংস্কৃতি ও সেনাবাহিনীর আত্মত্যাগকে সম্মান জানানো হবে।’

এর আগেও ৭ মে ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম সিএসকের ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সেনাবাহিনীকে সম্মান জানানো হয়েছিল। মাঠজুড়ে ছিল বার্তা— ‘সেনাবাহিনীর জন্য দেশ গর্বিত।’