পেহেলগামে সন্ত্রাসী হামলার ১৫দিন পাল্টা জবাব দিয়েছে ভারত। ‘অপারেশন সিন্দুর’ নামে এক অভিযান পরিচালনা করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরসহ মোট ৯টি স্থানে মধ্যরাতে হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী।
ভারত যে স্থানগুলোতে হামলা চালিয়েছিল, তার মধ্যে অন্যতম শিয়ালকোট শহর। এই শহরে সাবেক ক্রিকেটার শোয়েব মালিকে জন্মস্থান।
ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, হামলায় কয়েকটি লক্ষ্যবস্তু সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে এবং এটা ছিল ‘সুনির্দিষ্ট ও কৌশলগত’ প্রতিক্রিয়া। শিয়ালকোট, যা পাকিস্তানের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেখানে হামলার ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন তৈরি হয়েছে দুই দেশেই।
এই প্রেক্ষাপটে প্রতিক্রিয়া দিয়েছেন শোয়েব মালিকের সাবেক স্ত্রী ও ভারতের প্রখ্যাত টেনিস তারকা সানিয়া মির্জা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রেস কাউন্সিলের একটি ছবি শেয়ার করে লেখেন, ‘এই অত্যন্ত শক্তিশালী ছবির মাধ্যমে যে বার্তা দেওয়া হয়েছে, তা স্পষ্টভাবে বর্ণনা করে যে, আমাদের দেশ কেমন।’
উল্লেখ্য, ২০১০ সালে সানিয়া ও শোয়েব মালিকের বিয়ে হয়। তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে—ইজহান। ২০২৩ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।
ভারতের ‘অপারেশন সিঁদুর’ শুধু কূটনৈতিক মহলেই নয়, সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে এই অভিযানে শোয়েব মালিকের শহর টার্গেট হওয়া এবং তার প্রেক্ষিতে সানিয়া মির্জার প্রতিক্রিয়া—দুই দেশের মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় এখন তা নিয়েই চলছে তুমুল বিতর্ক।