সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের দায় স্বীকার করে স্বরাষ্ট্র ও ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
বৃহস্পতিবার (৮ মে) বিকেল সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘ফ্যাসিবাদের রাষ্ট্রপতি আবদুল হামিদের গোপনে দেশ থেকে পালানোর দায় উপদেষ্টাদের নিতে হবে। কোনোভাবেই এই দায় এড়াতে পারেন না তারা।’
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, ‘আপনারা সংবাদ সম্মেলন করে বললেন, আমরা জনগণের পক্ষ থেকে কোনো দাবি আদায় করতে পারিনি, যা আমাদের জন্য লজ্জার।’
সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, ‘আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারিনি। যখন রাতের অন্ধকারে ফ্যাসিবাদের দোসর পালিয়ে যায়, তখনো আমরা তাদের গ্রেপ্তার করতে পারিনি। এই ব্যর্থতার পর আমরা চেয়ারে বসে থাকার ন্যায্যতা হারিয়েছি।’
বক্তব্যে উল্লেখ করা হয়, ‘জুলাই আন্দোলনের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে, তারা আমাদের ভাই হতে পারে না। আমাদের শহীদদের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করা আমাদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। শহীদের মা আমাদের মাথায় হাত রেখে বলেছিলেন, ফ্যাসিস্টদের বিচার না করে রাজপথ ছাড়বে না।’
সংগঠনের দাবি, ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ এখনো দায়িত্বে রয়েছেন। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তাদের উদ্দেশে আহ্বান জানানো হয়, ‘আপনাদের যদি আমাদের প্রতি সামান্য মমতা বা জুলাই আন্দোলনের প্রতি ভালোবাসা থাকে, তাহলে আগামী তিন দিনের মধ্যে চেয়ারে লাথি মেরে জনতার কাতারে এসে দাঁড়ান।’
এ ছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ করে বলেন, ‘আমরা তিন দিনের সময় দিয়েছি। রাষ্ট্রপতি আবদুল হামিদকে পালাতে কারা সহযোগিতা করেছে, তাদের বিচারের আওতায় আনুন। তা না হলে ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করুন।’