ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে জাহিদ-বাকের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ১০:৪৪ পিএম
জাহিদ আহসান ও আবু বাকের মজুমদার। ছবি- সংগৃহীত

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পুনর্গঠনের পর প্রকাশিত সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’-এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে জাহিদ আহসানকে কেন্দ্রীয় সভাপতি এবং আবু বাকের মজুমদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) রাতে সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটিতে সাংগঠনিক দায়িত্বে রাখা হয়েছে দুইজনকে। উত্তরাঞ্চলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম, এবং দক্ষিণাঞ্চলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মহির আলম।