ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৬:৫৪ পিএম
উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ছবি-রূপালী বাংলাদেশ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছেন।

গুরুতর অবস্থায় তাদের হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়। 

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বিরাট উজান পাড়ার রাজাহাটী গ্রামের জজ মিয়া ও বাঁশহাটিয়া গ্রামের মুজিবর রহমান ওরফে মজু মেম্বারের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।   

পুলিশ সূত্রে জানা যায়, জজ মিয়া ও মুজিবুর রহমান ওরফে মজু মেম্বারের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মাসখানেক আগে মজু মেম্বারের ভাতিজাকে জজ মিয়ার লোকজন মহিষ চুরির দায়ে আটক করে পুলিশে দেন।

পরে বিষয়টি স্থানীয়দের মধ্যস্থতায় সালিশে নিষ্পত্তি করা হয়। এরই জের ধরে গত মঙ্গলবার মজু মেম্বারের লোকজন জজ মিয়ার পক্ষের একজনকে মারধর করেন।  

এর পরদিন বুধবার জজ মিয়ার লোকজন মজু মেম্বারের একজনকে ধান শুকানোর মাঠে মারধর করেন। বিষয়টি নিয়ে বুধবার রাতে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়।

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষ এড়াতে এই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।