ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

নড়াইলে ভাই-ভাতিজাদের হামলায় প্রাণ গেল কৃষকের

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৮:০০ পিএম
প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়ায় চাচাতো ভাই ও ভাতিজাদের হামলায় সৈয়দ টোকন আলী (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। 

এর আগে বুধবার (৭ মে) সন্ধ্যায় লোহাগড়া উপজেলার করফা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত টোকন আলী করফা গ্রামের বাসিন্দা।

নিহতের স্বজনরা জানান, বুধবার সন্ধ্যায় লোহাগড়া উপজেলার করফা গ্রামে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষ হয়। মৃত সৈয়দ টোকন আলীর স্ত্রী তার চাচাতো ভাইয়ের ছেলেদের বাড়ির পাশ দিয়ে ভ্যান নিতে নিষেধ করায় বাকবিতণ্ডা জড়ায়।

একপর্যায়ে চাচাতো ভাই সৈয়দ ফেরদৌস, রিজ্জাক, এরদাউস ও ভাতিজা রহিম, করিম, রহমত ও হৃদয় আলীসহ বাড়ির ধান কাটা শ্রমিকেরা দেশীয় অস্ত্র নিয়ে টোকনের পরিবারকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন।

এতে টোকন আলী, তার ছেলে রুবেল ও রাজু ও এক নারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে টোকনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর ও পরে ঢাকা নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’