আমস্টেলভিনের ভিআরএ গ্রাউন্ডে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ টু (২০২৩-২৭)-এর ৬৩তম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হয়েছে স্কটল্যান্ড।
আজ বৃহস্পতিবার (৮ মে) টস জিতে ব্যাটিংয়ে নামে আরব আমিরাত। অর্যংশ শর্মা ও সাগর কল্যানের ব্যাটে দারুণ শুরু পায় আমিরাত। দু ওপেনারের ব্যাটে কোনো উইকেট না হারিয়ে অর্ধশত পূরণ করে আমিরাত।
১১.৩ বলে দলীয় ৫৯ রানের মাথায় সাগরের আউটে ভাঙে ওপেনিং জুটি। অপরদিকে আরেক ওপেনার অর্যংশ শর্মা আউট হওয়ার আগে তুলে নেন অর্ধশত রান।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৬ ওভার শেশে ৩ উইকেট হারিয়ে আরব আমিরাতের সংগ্রহ ১৬৬ রান।
স্কটল্যান্ডের হয়ে বল হাতে মাইকেল লিস্ক ও মার্ক ওয়াট ও জ্যাক জার্ভিস একটি করে উইকেট তুলে নেন।