ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫

নতুন পোপের নাম ঘোষণা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ৮, ২০২৫, ১১:২৬ পিএম
মার্কিন যুক্তরাষ্ট্রের কার্ডিনাল রবার্ট প্রিভোস্ট। ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার (৮ মে) সেন্ট পিটার্স স্কোয়ারে জনতার সামনে তার নাম ঘোষণা করেন একজন সিনিয়র কার্ডিনাল। কেন্দ্রীয় বারান্দা লোগজিয়া অফ দ্য ব্লেসিংসে উপস্থিত হয়ে উপস্থিত জনতার উদ্দেশে হাত নাড়ান তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

দায়িত্ব গ্রহণের পর প্রথম ভাষণে পোপ লিও বলেন,  ‘অশুভ জয়লাভ করবে না, ঈশ্বরের আমাদের সঙ্গে আছেন। তাই ভয় ছাড়াই, ঈশ্বরের কৃপায় এবং নিজেরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব।’

প্রয়াত পোপ ফ্রান্সিসের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

রবার্ট প্রিভোস্ট এখন থেকে পোপ লিও চতুর্দশ নামে পরিচিত হবেন। তিনি মার্কিন ও পেরুর নাগরিক। ২০২৩ সালে পোপ ফ্রান্সিসের হাত ধরে ভ্যাটিকানে এসেছিলেন।

শিকাগোর বাসিন্দা প্রিভোস্ট বছরের পর বছর ধরে পেরুতে বসবাস করেছেন। সেখানে প্রথমে মিশনারি হিসেবে এবং পরে একজন আর্চবিশপ হিসেবে দায়িত্ব পালন করেন। তবে রোমে আসার পর থেকে প্রিভোস্ট জনসাধারণের কাছে কম পরিচিত হলেও গণ্যমান্যদের মধে বেশে পরিচিত মুখ।