ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সূচিতে হঠাৎ পরিবর্তন করা হয়েছে। পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার খেলাটি ধর্মশালা স্টেডিয়ামের পরিবর্তে অন্য স্টেডিয়ামে স্থানান্তর করা হয়েছে।
ধর্মশালার পরিবর্তে ম্যাচটি স্থানান্তর করে পশ্চিম ভারতের আহমেদাবাদে নিয়ে যাওয়া হয়েছে।
গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল প্যাটেল জানিয়েছেন, পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার এই ম্যাচটি এখন রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এই ম্যাচটি নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কারণ হিসেবে জানান, ধর্মশালা বিমানবন্দরটি ১০ মে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।
তবে এদিকে আজকের ম্যাচ পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের খেলাটি ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে।