ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

সাকিব-শিশিরের দাম্পত্যে কি ভাঙনের সুর?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২৫, ১০:০৮ পিএম
সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান দেশের ক্রিকেটের পোস্টার বয় হিসেবে পরিচিত হলেও বর্তমানে তিনি রাজনীতি ও ব্যক্তিজীবনের নানা আলোচনার কেন্দ্রবিন্দুতে। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসনে জয়ী হয়ে সংসদ সদস্য হন তিনি। তবে রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ায় এখন নানা চ্যালেঞ্জের মুখোমুখি এ ক্রিকেটার।

ক্রিকেট ক্যারিয়ারেও নেমেছে ছায়া। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং অ্যাকশন নিয়ে আপত্তির কারণে সাকিবকে নিষিদ্ধ করা হয়েছে বোলিং থেকে। যদিও ব্যাটসম্যান হিসেবে খেলার সুযোগ থাকলেও রাজনৈতিক বিতর্কে জড়ানোয় জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না তিনি।

এতসব জটিলতার মাঝে এবার তার ব্যক্তিজীবন নিয়েও গুঞ্জন ছড়িয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আ হ ম মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের সঙ্গে ভাইরাল হওয়া কিছু ছবি ঘিরে সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বিচ্ছেদ নিয়ে নানা আলোচনা শুরু হয়।

সাকিব ও শিশির

তবে সেসব গুজবের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন তাদের ঘনিষ্ঠ সূত্র। এমনকি যুক্তরাষ্ট্রে বসবাসরত সাকিব নিজেই স্ত্রী শিশিরের সঙ্গে ইনস্টাগ্রামে একটি রোমান্টিক ছবি পোস্ট করে গুজবের জবাব দেন। ছবির ক্যাপশনে কিছু না থাকলেও মন্তব্যের ঘরে ভক্তদের শুভকামনায় ভরে ওঠে পোস্টটি।

পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে, সাকিব ও শিশিরের সম্পর্ক এখনো অটুট। অতীতেও এমন গুজব ছড়িয়েছে, যার পরিপ্রেক্ষিতে শিশির স্পষ্টভাবে জানিয়েছিলেন—তাদের দাম্পত্য জীবনে কোনো টানাপোড়েন নেই।