বাংলাদেশের হয়ে খেলতে ফিফার আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত কানাডিয়ান ফুটবলার সামিত সোম। সে হিসেবে লাল-সবুজ জার্সিতে এখন শুধুই মাঠে নামার অপেক্ষায় আছেন তিনি।
আগামী জুনে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে সবকিছু ঠিক থাকলে অভিষেক হবে সামিতের। সেই অপেক্ষার আগমুহূর্তে বেশ রোমাঞ্চিত সামিত। বাফুফেকে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) পাঠানো এক ভিডিও বার্তায় তেমনটাই যেন বোঝাতে চেয়েছেন এই মিডফিল্ডার।
ফেডারেশনের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় দেশের ফুটবল সমর্থকদের ধন্যবাদ জানিয়ে শমিত বলেন, ‘আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত। আপনাদের সবার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।’
গত ৬ মে ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পেয়েছেন সামিত। এর আগে ২০ এপ্রিল জন্ম নিবন্ধন এবং ১ মে বাংলাদেশের পাসপোর্ট হাতে পান এই মিডফিল্ডার। দ্রুত সময়ে এসব প্রক্রিয়া সম্পন্ন করতে পেরে বেশ উচ্ছ্বসিত সামিত। আর এই প্রক্রিয়ায় তাকে যারা সাহায্য করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়েচেন তিনি।
উল্লেখ্য, বাংলাদেশি মা-বাবার সন্তান সামিতের জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার ২০২০ সালে কানাডা জাতীয় দলের হয়ে ২টি ম্যাচও খেলেছেন। বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলেন।
এর আগে গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর। এর পর থেকে প্রবাসী ফুটবলারদের বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ বেড়েছে।