ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

রোহিতের অবসরে স্ত্রীর আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৮, ২০২৫, ১২:১১ পিএম
রোহিত শর্মা এবং তার স্ত্রী রীতিকা ।। ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান ও অধিনায়ক রোহিত শর্মা টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। আসন্ন ইংল্যান্ড সফরের আগেই টেস্ট ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। হঠাৎ এই সিদ্ধান্তে চমকে গেছেন অনেকেই।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রোহিত লেখেন, ‘দেশের হয়ে টেস্ট খেলাটা ছিল গর্বের, সমর্থনের জন্য ধন্যবাদ।’ এই বার্তায় আবেগ ধরে রাখতে পারেননি তার স্ত্রী রীতিকা সাজদেহও। রোহিতের স্টোরিটি শেয়ার করে তিনি একটি হৃদয়ভাঙা ও স্যালুট ইমোজি যোগ করেন।

ভারতের হয়ে রোহিত ৬৭টি টেস্ট ম্যাচ খেলেছেন। ক্যারিয়ারে ১২টি শতক ও ১৮টি অর্ধশতকসহ করেছেন মোট ৪৩০১ রান, গড় ৪০.৫৭। ওপেনার হিসেবে তাঁর রান সংখ্যা ২৬৯৭, গড় ৪২.৮০; শতক ৯টি ও অর্ধশতক ৮টি।

অধিনায়ক হিসেবে রোহিত রেখে গেছেন দৃঢ় ছাপ। ২৪টি টেস্টে নেতৃত্ব দিয়ে ১২টিতে জয়, ৯টিতে পরাজয় এবং ৩টি ড্র করেছেন। দক্ষিণ আফ্রিকায় সিরিজ ড্র করা মাত্র দুই ভারতীয় অধিনায়কের একজন তিনিই—আরেকজন মহেন্দ্র সিং ধোনি।