চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে লিভারপুল ও অ্যাস্টন ভিলাকে হারিয়ে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল পিএসজি। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল। তাদেরকে দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে এরই মধ্যে ফাইনালের টিকিট কেটেছে পিএসজি।
বুধবার (৭ মে) সেমিফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠে আর্সেনালকে ২-১ গোলে হারিয়েছে লুইস এনরিকের দল। এর আগে গত সপ্তাহে ইংল্যান্ডের এমিরেটস স্টেডিয়ামে ১-০ গোলের জয় পেয়েছিল পিএসজি।
ফরাসি লিগে গত কয়েক বছর থেকেই একচ্ছত্র আধিপত্য দেখিয়ে আসছে পিএসজি। তবে মহাদেশীয় টুর্নামেন্টের পর্যায়ে গেলেই খেই হারায় দলটি। এ জন্য তাদেরকে প্রায়ই ট্রলের শিকার হতে হয়। অনেকে ফরাসি লিগকে ‘ফারমার্স লিগ’ বলে ট্রল করে থাকেন।
গতকাল আর্সেনালকে হারিয়ে তাই এইসব ট্রলের জবাব দিয়েছেন পিএসজি কোচ এনরিক। তিনি বলেছেন, ‘ফারমার্স লিগ, তাই না? আমরা ফারমার্স লিগ…। এই সাফল্য আমরা উপভোগ করছি। আমাদের মানসিকতা, খেলার ধরন নিয়ে এখন সবাই বলছে।’
উল্লেখ্য, গত কয়েক মৌসুমে ঘরোয়া ফুটবলে দাপট দেখিয়েছে পিএসজি। মেসি-নেইমার-এমবাপ্পেদের মতো বড় বড় তারকারা খেলেছেন এই দলে। তবে চ্যাম্পিয়নস লিগের অধরা শিরোপাটা ছুঁয়ে দেখা হয়নি দলটির।
আগামী ৩১ মে মিউনিখের মাঠে ফাইনালে পিএসজির প্রতিপক্ষ ইন্টার মিলান।