ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

মুন্সীগঞ্জে ট্রিপল মার্ডার : ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মে ৮, ২০২৫, ০২:৪৯ পিএম
প্রতীকী ছবি

চার বছর আগে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার আলোচিত ট্রিপল মার্ডার মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে ৩ জনের ফাঁসির আদেশ, ৫ জনের যাবজ্জীবন ও ১০ জনকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মাসুদ করিম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রনি প্রধান (৩৫), সৌরভ প্রধান (২৩) ও শিহাব প্রধান (২৫)। সম্পর্কে তারা ৩ জন আপন ভাই। 

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- সাকিব প্রধান, অনিক বেপারী, শামিম প্রধান, রায়হান ও ছোট জাহাঙ্গীর। 

খালাসপ্রাপ্তরা হলেন- জামাল, আসাদুল্লাহ আল গালিব, রোহান, ইমরান, রাহুল, পরশ, বড় জাহাঙ্গীর, রাফি, রামিম, লিমন।

২০২১ সালের ২৪ মার্চ ইভটিজিংকে কেন্দ্র করে সালিশ বৈঠকে ধারালো ছুরি দিয়ে প্রতিপক্ষকে হামলা করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন ভাই। সেদিন রাতেই নিহত হন উত্তর ইসলামপুর এলাকার কাসেম পাঠানের ছেলে ইমন পাঠান (২৩) ও বাচ্চু মিয়ার ছেলে সাকিব মিয়া (১৯)।

পরদিন দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত হন সালিশের নেতৃত্বে থাকা আওলাদ হোসেন মিন্টু (৪০)।

এ ঘটনায় ওই বছরের ২৬ মার্চ মুন্সীগঞ্জ সদর থানায় বাদী হয়ে ১২ জনের নামে উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন নিহত মিন্টুর স্ত্রী খালেদা আক্তার।