ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

‘টুর্নামেন্টের সেরা দলই ছিটকে গেছে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৮, ২০২৫, ০১:১০ পিএম
আর্সেনাল কোচ মিকেল আর্তেতা ।। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে দুই লেগের এগ্রিগেটে ৩-১ গোল হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। কিন্তু এমন বিদায় কোনোভাবেই মানতে পারছেন না মিকেল আর্তেতা।

সেমিফাইনাল থেকে বিদায় নিলেও আর্সেনালকে এবারের চ্যাম্পিয়নস লিগের সেরা দল হিসেবেই মনে করেন তিনি।

সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে পিএসজির কাছে ১-০ গোলে হেরেছে আর্সেনাল। সেই ম্যাচ হেরে আর্তেতা বলেছিলেন, প্যারিসে ‘স্পেশাল’ কিছু করে দেখাবে দল।

তবে দ্বিতীয় লেগে ‘স্পেশাল’ কিছুই করতে পারেনি তার দল। পিএসজির গোলরক্ষক ডোন্নারুমার ঠেকিয়ে দেন সাকা-ওডেগার্ডদের সব প্রচেষ্টা। যার প্রশংসা করেছেন আর্তেতা নিজেই।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি শতভাগ মনে করি… যতটুকু দেখেছি, আমার মনে হয় না আর্সেনালের চেয়ে ভালো কোনো দল এই প্রতিযোগিতায় আছে। কিন্তু আমরাই ছিটকে গেছি। দুই লেগেই আরও বেশি কিছু প্রাপ্য ছিল আমাদের। তবে এ প্রতিযোগিতার মূল ব্যাপার হলো বক্সে ভালো করা এবং দুই প্রান্তের বক্সের ভেতর সাধারণত স্ট্রাইকার ও গোলকিপারই থাকে বেশির ভাগ সময়। ওদের গোলকিপার দুই লেগেই ছিল ম্যাচে সেরা খেলোয়াড়।’

তিনি আরও বলেন, ‘এটা আমাকে গর্বিত করেছে। তবে পাশাপাশি আমি খুবই হতাশ ও ভীষণ বিরক্ত যে আমরা কাজটা করতে পারিনি। আজকে আমি দেখেছি, ছেলেরা কতটা তীব্রভাবে এটা চাইছিল, কারণ তার চোখে ছিল জল (ম্যাচের পর)।’

এদিকে আর্সেনালের কোচের দাবি একেবারে উড়িয়ে দিয়েছেন পিএসজি কোচ লুইস এনরিকে। তিনি বলেছেন, ‘গোলের খেলায় গোল দিয়েই বিচার করতে হবে। তার এই কথায় আমি একমত নই। তারা খেলেছে যেভাবে তারা চায় এবং যেভাবে খেলতে পছন্দ করে। কিন্তু দুই লেগেই আমরা ওদের চেয়ে বেশি গোল করেছি এবং সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

আগামী ৩১ মে বায়ার্ন মিউনিখের মাঠে ফাইনালে পিএসজির প্রতিপক্ষ ইন্টার মিলান।