ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

ভারতের ‘মুসলিম’ পেজ ব্লক করল মেটা

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৫:৩১ পিএম
ছবি- সংগৃহীত

৬ দশমিক ৭ মিলিয়ন ফলোয়ার্সের ‘মুসলিম’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ বন্ধ করে দিয়েছে মেটা।

এএফপি জানিয়েছে, ভারত সরকারের অনুরোধে ভারতের দর্শকদের জন্য পেজটি ব্লক করা হয়েছে। তবে মুসলিম পেজের পক্ষ থেকে যোগাযোগ করা হলে কিছু বলেনি মেটা।

‘মুসলিম’ নামের পেজটি মূলত বিশ্বব্যাপী মুসলমানদের সঙ্গে ঘটা ঘটনাগুলো প্রচার করে থাকে। বিশ্বব্যাপী পেজটির গুরুত্ব অনেক বেশি। এখন থেকে ভারতে আর পেজটি দেখা যাবে না।

পেজটি খুললে সেখানে ভেসে উঠছে, ‘অ্যাকাউন্টটি ভারতে উপলব্ধ না। আমরা এই কন্টেন্ট সীমাবদ্ধ করার আইনি অনুরোধ মেনে চলেছি।’

ভারত-পাকিস্তানের উত্তেজনার মধ্যেই এমন ঘটনা ঘটল। বিষয়টিকে সেন্সরশিপ হিসেবে উল্লেখ করেছেন পেজটির প্রতিষ্ঠাতা আমের আল-খাত্তাবেহ। 

খাত্তাবেহ জানিয়েছেন, তিনি ভারত থেকে শত শত বার্তা, ইমেইল ও মন্তব্য পেয়েছেন। তাতে অনুসারীরা জানাচ্ছেন, তারা একাউন্ট দেখতে পাচ্ছেন না।

খাত্তাবেহ বলেন, ‘ভারত সরকারের অনুরোধে মুসলিম পেজটি বন্ধ করে দিয়েছে। এটা সেন্সরশিপ।’

এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি মেটা। তবে প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র শুধু একটি ওয়েব পেজের কথা বলেছেন। এএফপিকে তিনি জানিয়েছেন, যদি কোনো দেশের সরকার তাদের প্ল্যাটফর্মে থাকা কোনো কন্টেন্টকে স্থানীয় আইনবিরোধী মনে করে, তাহলে তারা সেই কনটেন্ট সীমাবদ্ধ করতে পারে।

পেহেলগামে হামলার পর পাকিস্তানের বেশকিছু অভিনেতা, সাংবাদিক, রাজনৈতিক ও খেলোয়াড়ের ইউটিউব ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করেছে।

এর মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রীও আছেন। সবশেষ সেই তালিকায় ঢুকল বিশ্বব্যাপী বহুল পরিচিত সংবাদভিত্তিক পেজ ‘মুসলিম’।