দেশের বাজারে টানা দুই দফায় বেড়েছে স্বর্ণের দাম। এই দুই দফায় বাড়ানো হয়েছে ৫ হাজার ৫৫২ টাকা। দেশের বাজারে সমন্বিত ওই দামেই বিক্রি হচ্ছে সোনা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভরিতে ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকায় বিক্রি হবে স্বর্ণ।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধি এবং দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনায় সর্বশেষ স্বর্ণের দাম পুনঃনির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরি ১,৯৪,৮৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম ১,৮৬,০০৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১,৫৯,৪২৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১,৩২,৩৫১ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রথমে সোমবার (২২ সেপ্টেম্বর) স্বর্ণের দাম বাড়ানো হয় ১,৮৮৯ টাকা। এরপর, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আরেক দফায় ৩,৬৬৩ টাকা বাড়ানো হয়। এইভাবে, মোট ৫,৫৫২ টাকার দাম বাড়ানোর পর, বর্তমানে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ১,৯৪,৮৫৯ টাকায় বিক্রি হচ্ছে, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
স্বর্ণের সঙ্গে সঙ্গতি রেখে, রুপার দামও এখন সর্বোচ্চ অবস্থানে রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম বর্তমানে ৩,৬২৮ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৩,৪৫৩ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ২,৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২,২২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের বিক্রয়মূল্যে ৫ শতাংশ ভ্যাট এবং ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে, গহনার ডিজাইন ও মান অনুসারে মজুরির পরিমাণে তারতম্য হতে পারে। তাই ক্রেতাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে।