ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র উভয় দেশকে দায়িত্বশীল ও শান্তিপূর্ণ সমাধানের পথে এগোতে আহ্বান জানিয়েছে।
স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ‘আমরা দক্ষিণ এশিয়ায় দীর্ঘমেয়াদি শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশকে দায়িত্বশীল সমাধানের দিকে এগোনোর আহ্বান জানাচ্ছি।’
তিনি আরও জানান, ‘আমরা উভয় দেশের সরকারের সঙ্গে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ রক্ষা করে চলেছি।’