ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

ময়মনসিংহে ৩০ কেজি গাঁজাসহ দুই নারী আটক

ময়মনসিংহ ব্যুরো
প্রকাশিত: মে ৭, ২০২৫, ১০:০৯ এএম
জব্দকৃত ৩০ কেজি গাঁজা। ছবি: রূপালী বাংলাদেশ

ময়মনসিংহে ৩০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪।

মঙ্গলবার ( ০৬ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে র‌্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

শহরের পাটগুদাম ব্রিজের পশ্চিম পাশে রাব্বির চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে মোছা. রোকেয়া খাতুন (৫৫) ও খাদিজা আক্তার সাথী (২৫) নামের ওই দুই নারীকে আটক করে র‍্যাব সদস্যরা।

র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ছয় লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করে আইনগত প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে হবিগঞ্জ থেকে কয়েকজন মাদক কারবারি বিপুল পরিমাণ গাঁজা নিয়ে ময়মনসিংহ হয়ে গাজীপুর যাবেন। তাই আজ সকাল থেকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ ও ময়মনসিংহ-নেত্রকোনাসহ বিভিন্ন সড়কের অবস্থান নেয় র‌্যাব-১৪ এর কয়েকটি দল। পরে জানা যায়, ওই মাদক কারবারিরা নেত্রকোনার মোহনগঞ্জে অবস্থান করছে।

সেখানেও মাদকের চালান নিয়ে গেছে তারা। পরে তথ্য পাওয়া যায়, ওই কারবারিরা কিছুক্ষণের মধ্যে ময়মনসিংহ হয়ে গাজীপুরের শ্রীপুরে যাবেন। এ অবস্থায় দুপুর পৌনে ১টার দিকে সন্দেহভাজন দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশাকে আটক করা হয়। ওই সময় অটোরিকশায় ছিলেন ২ তরুণ ও ২ নারী।

তাদেরকে তল্লাশি করার সময় তরুণরা দৌড়ে পালিয়ে গেলেও ওই ২ নারী আটক হন।