ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

যুক্তরাষ্ট্র মাতাবেন আসিফ আকবর-আতিয়া আনিসা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ৭, ২০২৫, ১১:২৫ পিএম
ছবি: সংগৃহীত

বাংলা সংগীতের ‘যুবরাজ’ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা আতিয়া আনিসা আসন্ন জুলাই-আগস্টে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। গ্যালাক্সীর আয়োজনে এবং মিডিয়া ইউএসএ ও বাংলাদেশ পার্টের সহ-আয়োজক রূপকথা প্রোডাকশনসের সহযোগিতায় একাধিক সঙ্গীতানুষ্ঠানে অংশ নেবেন তারা।

আসিফ আকবর বলেন, ‘নিঃসন্দেহে এটি ভালো লাগার অভিজ্ঞতা। প্রবাসীদের সঙ্গে সময় কাটাতে, তাদের সামনে গান পরিবেশন করতে বরাবরই ভালো লাগে। তাদের শ্রম ও ঘামে আমাদের দেশের অর্থনীতি সচল থাকে। আশা করি, সামনে দারুণ কিছু মুহূর্ত অপেক্ষা করছে।’

গায়িকা আতিয়া আনিসা বলেন, ‘মঞ্চে গান গাওয়া সবসময়ই আনন্দের। আর তা যদি হয় প্রবাসী ভাইবোনদের সামনে, তাহলে তো সেই আনন্দ দ্বিগুণ হয়ে যায়। বিশেষ করে বাংলা সংগীতের যুবরাজ আসিফ আকবরের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করাটা আমার জন্য গর্বের।’

আসিফ আকবরের সঙ্গীতযাত্রা শুরু হয়েছিল ক্যাসেট যুগে। সময় বদলালেও তার জনপ্রিয়তা থেকে যায় অব্যাহত। অন্যদিকে আতিয়া আনিসা ইতোমধ্যে দেশের সংগীতাঙ্গনে নিজেকে শক্তভাবে প্রতিষ্ঠিত করেছেন। এ সফরকে ঘিরে দুই শিল্পীই আশাবাদী যে, প্রবাসীদের সঙ্গে একটি হৃদ্যতাপূর্ণ সঙ্গীতমুহূর্ত ভাগ করে নিতে পারবেন।

বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী শ্রোতারা এ আয়োজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।