চলতি সপ্তাহে বাংলাদেশের বাজারে এসেছে ইনফিনিক্স, ভিভো এবং অপো ব্র্যান্ডের তিনটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন। ইনফিনিক্স হট ৬০ সিরিজ, ভিভো ওয়াই সিরিজে ওয়াই৪০০ এবং ফাইভ-জি নেটওয়ার্ক সংবলিত অপো রেনো ১৪ সিরিজ।
আপনার পছন্দের ডিভাইসটি বেছে নিতে স্মার্টফোনগুলোর তুলনামূলক বিশ্লেষণ থাকছে এই সপ্তাহের ইনফোটেকে।
ইনফিনিক্স হট ৬০ প্রো প্লাস ভিভো ওয়াই৪০০ অপো রেনো১৪ ফাইভজি
পর্দা ১.৫ কে অ্যামোলেড, ১৪৪ হার্টজ, ৩ডি বাঁকানো ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড, ১২০ হার্টজ, ১৮০০ নিট উজ্জ্বলতা অ্যামোলেড, কৃত্রিম বুদ্ধিমত্তা দৃশ্য, অলওয়েজ-অন ডিসপ্লে
পুরুত্ব ৫.৯৫ মিলিমিটার (বিশ্বের সবচেয়ে পাতলা ৩ডি কার্ভড) পাতলা ধাতব ফ্রেম মারমেইড
পেছনের ক্যামেরা ৫০ মেগাপিক্সেল সনি সেন্সর ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৫২ + ২ মেগাপিক্সেল ৫০ মেগাপিক্সেল ৩.৫ী টেলিফটো + ত্রৈ-মেরু ফ্ল্যাশ
সামনের ক্যামেরা ১৩ মেগাপিক্সেল ৮ মেগাপিক্সেল উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা সেলফি
ফটোগ্রাফি ফিচার ভোগ পোর্ট্রেট, চিত্র প্রসারণ প্রযুক্তি, স্মার্ট এডিট পানির নিচে মোড, উন্নত এআই ফিচার অল্প আলোতে ফটো, এআই ফ্ল্যাশ, এআই ছবি সম্পাদনা ২.০
পানি ও ধুলা প্রতিরোধ নেই আইপি৬৮ ও আইপি৬৯ (২ মিটার গভীরে ৩০ মিনিট পর্যন্ত) আইপি৬৯ (৪কে পানির নিচে ভিডিও রেকর্ডিং)
ব্যাটারি ৫১৬০ মিলিঅ্যাম্পিয়ার, ৪৫ ওয়াট দ্রুত চার্জ ৬০০০ মিলিঅ্যাম্পিয়া র, ৪৪ ওয়াট ফ্ল্যাশ চার্জ ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার, সুপারভুক ফাস্ট চার্জ
চিপসেট মিডিয়াটেক হেলিও জি২০০ স্ন্যাপড্রাগন ৬৮৫ উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা হাইপারবুস্ট
র্যাম / রম ৮+১২৮ জিবি (২১,৯৯৯), ৮+২৫৬ জিবি (২৩,৯৯৯) ৮+১২৮ জি॥িব (২৭,৯৯৯) ৮+২৫৬ জিবি (২৯,৯৯৯) ১২+২৫৬ জিবি (৭৯,৯৯০), ৮+২৫৬ জিবি (৪২,৯৯০)
নেটওয়ার্ক ৪জি ৪জি ৫জি
অতিরিক্ত সুবিধা: গরিলা গ্লাস ৭আই, এনএফসি, ফোলাক্স এআই অ্যাসিস্ট্যান্ট এসজিএস আই-কমফোর্ট, সামরিক মানের টাফনেস কৃত্রিম বুদ্ধিমত্তা ফ্ল্যাশ, কনভার্সেশন অনুবাদক, স্ক্রিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি