পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘বন বিভাগকে পাহাড়ে আরও বেশি বেশি করে গাছ লাগানোর পদক্ষেপ নিতে হবে। পাহাড়কে বাঁচিয়ে রাখতে হলে বিভিন্ন প্রজাতির গাছ লাগাতে হবে। আমরা সারা জীবন গাছ কাটার গল্প শুনে আসছি। এবার গাছ লাগানোর পদক্ষেপ গ্রহণ করি।’
শনিবার (২ আগস্ট) সকালে রাঙামাটি শহরের জিমনেসিয়াম মাঠে বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুপ্রদীপ চাকমা বলেন, ‘পাহাড়কে ধসংস করবে বা মাটিকে গ্রাস করে ফেলবে- এ ধরনের গাছ লাগানো থেকে আমরা বিরত থাকব। আমরা কোনো না কোনোভাবে প্রকৃতির কাছে দায়ী।’
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ। তিনি বলেন, ‘আমরা দিন দিন প্রকৃতিকে হারিয়ে ফেলতে যাচ্ছি। তাই প্রকৃতি আমাদের সঙ্গে বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে। পাহাড়ের প্রতি অবিচার করা হচ্ছে। আসুন সবাই মিলে পাহাড়কে বাঁচাই। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ রোপণ করি।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক (সিএফ) মোহাম্মদ আব্দুল আউয়াল সরকার, দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন, রাঙামাটির পুলিশ সুপার, ড.ফরহাদ হোসেন ও রাঙামাটির সিভিল সার্জন ডাক্তার নূয়েন খীসা প্রমুখ।