ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

দেয়াল টপকে হাজতির পালানোর চেষ্টা, ভিডিও ভাইরাল

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৮:১৪ পিএম
নোয়াখালী কারাগারের দেয়াল টপকে পালানোর চেষ্টা করেন এক আসামি। ছবি-সংগৃহীত

নোয়াখালী জেলা কারাগারের দেয়াল টপকে মো. তানিম  (১৯) নামে এক হাজতি পালানোর চেষ্টা করেছেন। তবে বিষয়টি টের পেয়ে পুলিশ তাকে আটক করেছে।

এ ঘটনার ২৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা কারাগারে এ ঘটনা ঘটে।

তানিম নোয়াখালী সদর উপজেলার মনপুর এলাকার মজিব শেখের ছেলে।

কারা কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার তানিমকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

দুপুরের দিকে জেল সুপারের বাসার পাশের কারাগারের ১৮ ফুট উঁচু প্রাচীরের উপর দিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। কারা কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে যায়। পরে কারা পুলিশ প্রাচীরের বাইরে অবস্থান নিয়ে তাকে আটক করে এবং পুনরায় কারাগারে নিয়ে যায়। 

মোবাইলে ধারণ করা দুটি ভিডিওতে দেখা যায়, ওই হাজতি কারাগারের প্রাচীরের উপর ছোটাছুটি করছেন এবং একপর্যায়ে নিচের দিকে নামার চেষ্টা করেন।

নোয়াখালী জেলা কারাগারের ডেপুটি জেল সুপার সৈয়দ মোহাম্মদ জাবেদ হোসেন বলেন, কারাগারের দেয়াল টপকে হাজতি উপরে উঠে, এটা সত্য। ওই হাজতি মানসিকভাবে অসুস্থ। তবে তিনি পালাতে পারেননি। এতে আমাদের তিন জন আহত হয়েছেন।’