ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

কে হবেন রোহিতের যোগ্য উত্তরসূরি?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৩:৩০ পিএম
ভারতের সাবেক টেস্ট অধিনায়ক রোহিত শর্মার সাথে পেসার জসপ্রিত বুমরাহ ।। ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অভিজ্ঞ ওপেনার ও অধিনায়ক রোহিত শর্মা। তার এই হঠাৎ সিদ্ধান্তের পর আসন্ন ইংল্যান্ড সফরের আগে বড় প্রশ্ন উঠেছে-কে হবেন ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক?

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। যেখানে রোহিতের অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব নিয়ে জটিল সমীকরণে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

রোহিতের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন যশপ্রীত বুমরাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ বোর্ডার-গাভাস্কার ট্রফির দুই ম্যাচেও নেতৃত্ব দিয়েছেন এই পেসার। সে হিসেবে ভারতের সাদা পোশাকের নেতৃত্ব এই পেসারেরই পাওয়ার কথা।

তবে গুঞ্জন উঠেছে, ইংল্যান্ড সফরে বুমরাহর উপর দায়িত্ব না বাড়িয়ে তাকে কিছু ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। পিঠের চোট থেকে সদ্য ফিরে আসা এই পেসারের ওয়ার্কলোড ম্যানেজমেন্টে গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট।

এমন পরিস্থিতিতে, নতুন অধিনায়ক হিসেবে আলোচনায় উঠে এসেছেন ২৫ বছর বয়সী টপ-অর্ডার ব্যাটার শুভমান গিল। নির্বাচক কমিটির একাংশ নাকি তাকে দীর্ঘমেয়াদি টেস্ট অধিনায়ক হিসেবে ভাবছেন।

২০২০ সালে মেলবোর্নে অভিষেকের পর থেকে গিল ভারতের টেস্ট দলে নিয়মিত মুখ। এখন পর্যন্ত ৩২টি ম্যাচে তার রান ১৮৯৩, গড় ৩৫.০৫। রয়েছে পাঁচটি শতক ও সাতটি অর্ধশতক।

জিতু আগারকারের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক প্যানেল এই মাসের শেষ দিকে ইংল্যান্ড সফরের দল ঘোষণা করবে। ততদিন পর্যন্ত অধিনায়ক নিয়ে জল্পনা জিইয়েই থাকছে।