ময়মনসিংহে মসজিদ থেকে চুরির ঘটনা প্রতিনিয়ত বাড়ছে। গত দুই মাসে একাধিক মসজিদে সৌরবিদ্যুতের ব্যাটারি, মাইকের মেশিন ও আইপিএস চুরির ঘটনা ঘটেছে। ধারাবাহিক এসব চুরিতে শঙ্কিত অবস্থায় রয়েছে স্থানীয়রা।
বুধবার (৭ মে) নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের বীরকামট খালী দক্ষিণ বাজার জামে মসজিদে ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে।
এক সপ্তাহের ব্যবধানে মসজিদটি থেকে দুইটি সৌরবিদ্যুতের ব্যাটারি চুরি হয়েছে।
বীরকামট খালী দক্ষিণ বাজার জামে মসজিদের সভাপতি মো. মুনজুরুল হক ব্যাটারি চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় মুজিবুর রহমান জানান, ‘গত প্রায় একমাস আগে বীরকামট খালী মধ্যপাড়া জামে মসজিদ থেকে ব্যাটারি চুরির ঘটনা ঘটে।’
‘এ বিষয়ে প্রশাসনিক জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বিভিন্ন মসজিদ কর্তৃপক্ষ।’
বীরকামট খালী দক্ষিণ বাজার জামে মসজিদের সভাপতি মো. মুনজুরুল হক জানান, ‘বুধবার দুপুরে জোহরের নামাজ পড়তে এসে মসজিদের ভেতরে প্রবেশ করে দেখেন ১২ ভোল্টের সাড়ে সাত হাজার টাকা মূল্যের একটি ব্যাটারি নেই।’
বীরকামট খালী দক্ষিণ বাজার পরিচালনা কমিটির সভাপতি মো.আব্দুস সাত্তার বলেন, বিষয়টি নিয়ে জরুরিভাবে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।