ঢাকা শনিবার, ০৫ জুলাই, ২০২৫

‘নারীর একাধিক পুরুষ বন্ধু থাকলে অনায়াসে চরিত্রহীন বলা যায়’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০৪:৫২ পিএম
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি - সংগৃহীত

ওপার বাংলার প্রভাবশালী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রায় চার দশক ধরে বাংলা, বিহার ও মাঝেমধ্যে বলিউডেও রাজত্ব করা এই অভিজ্ঞ চিত্রনায়িকা মনে করেন, ভারতবর্ষের সমাজ এখনো নারী-পুরুষের বন্ধুত্ব মেনে নিতে প্রস্তুত নয়। সম্প্রতি ‘ম্যাডাম সেনগুপ্ত’ সিনেমা মুক্তি উপলক্ষ্যে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সমাজ এখনো নারী-পুরুষের বন্ধুত্ব স্বীকার করতে চায় না।’

ঋতুপর্ণা জানান, তাদের পেশাগত পরিবেশে এখনো পুরুষের সংখ্যাই বেশি। তিনি বলেন, ‘আমাদের যে ধরনের কাজ, তাতে আমরা অনেক বেশি পুরুষের বৃত্তের মধ্যে থেকে কাজ করি। টেকনিশিয়ান, চিত্রগ্রাহকদের মধ্যে এখনো পুরুষের সংখ্যাই বেশি। আমার অনেক সম্পাদক পুরুষ বন্ধু আছে। আসলে বন্ধুত্বের কোনো লিঙ্গ হয় না।’

এ সময় সমাজের দৃষ্টিভঙ্গির সমালোচনা করে তিনি বলেন, ‘একজন নারীর একাধিক পুরুষ বন্ধু থাকলে অনায়াসে তাকে চরিত্রহীন বলে দেওয়া যায়। অন্যদিকে, একজন পুরুষের একাধিক নারী বন্ধু থাকলে সেটাকে গৌরবান্বিত করা হয়। সমাজ বদলায়নি।’

ঋতুপর্ণা মনে করেন, নারী-পুরুষের বন্ধুত্ব মানেই শারীরিক সম্পর্ক, এমনটি ভাবা একেবারেই ঠিক নয়। তিনি বলেন, ‘কোনো অভিনেত্রী অনেক সিনেমা করলে ধরেই নেওয়া হয়, পরিচালক বা প্রযোজকের সঙ্গে সেই নারীর বিশেষ সম্পর্ক আছে। প্রত্যেক নারী ও পুরুষের বন্ধুত্বেই শারীরিক সম্পর্ক থাকবে, এমনটা মনে করি না।’

সম্প্রতি মুক্তি পাওয়া ‘ম্যাডাম সেনগুপ্ত’ সিনেমায় রাহুল বোসের সঙ্গে অভিনয় করেছেন ঋতুপর্ণা। সিনেমাটির গল্পেও বিবাহিত নারী ও পুরুষের বন্ধুত্বের সীমা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।