ঢাকা শনিবার, ০৫ জুলাই, ২০২৫

আবারও ব্যর্থ মিরাজের ব্যাট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০৫:৪৫ পিএম
মেহেদী হাসান মিরাজ। ছবি- সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের টানা দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ব্যর্থতা দলের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আজ (শনিবার, ৫ জুলাই) কলম্বোর রানা প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজ বাঁচানোর গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় টাইগাররা।

এদিন সেট ব্যাটার পারভেজ ইমনের বিদায়ের পর উইকেটে আসেন অধিনায়ক মেহেদী মিরাজ। দলের তখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল একজন অভিজ্ঞ ব্যাটারের কাছ থেকে দায়িত্বশীল ইনিংস।

আশা করা হয়েছিল, তিনি অন্য প্রান্তে থাকা তাওহীদ হৃদয়কে নিয়ে একটি বড় জুটি গড়ার চেষ্টা করবেন। কিন্তু মিরাজ সে প্রত্যাশা পূরণে ব্যর্থ হন। ভুল শট খেলে দ্রুতই সাজঘরে ফেরেন তিনি।

দুশমন্ত চামিরার বলে একটি হুক শট খেলেন মিরাজ, কিন্তু তাতে কোনো টাইমিং ছিল না। লং লেগ এবং ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে দুজন ফিল্ডার থাকা সত্ত্বেও এমন শট খেলাটা ছিল অযৌক্তিক।

ফলস্বরূপ, ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে পাতুম নিসাঙ্কার হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৯ রানেই বিদায় নেন তিনি। মিরাজ তার ১০ বলের ইনিংসে মাত্র একটি চার হাঁকাতে সক্ষম হন।

সিরিজের প্রথম ম্যাচেও মিরাজের ব্যাট হাসেনি। অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচে তিনি মাত্র ২ বল মোকাবিলা করে শূন্য রানেই সাজঘরে ফিরেছিলেন।

পরপর দুই ম্যাচে অধিনায়কের ব্যাট হাতে এমন হতাশাজনক পারফরম্যান্স দলের ব্যাটিং লাইনআপে আরও চাপ সৃষ্টি করেছে।