লঙ্কানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই তামিমকে হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা।
আজ (শনিবার, ৫ জুলাই) কলম্বোর রানা প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজ বাঁচানোর গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় টাইগাররা।
দলীয় ১০ রানের মাথায় ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরে যান ওপেনার তানজিদ হাসান তামিম। তামিম ফিরলেও আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন এ দিন ছিলেন দুর্দান্ত।
ম্যাচের শুরু থেকেই একের পর এক চার-ছক্কায় মাত্র ৪৬ বলেই তুলে নেন নিজের অর্ধশত রান। ইমনের তাণ্ডবে মাত্র ১৬ ওভারেই ১০০ রান পার করেন বাংলাদেশ।
ইমনের বাটে যখন বড় সংগ্রহের দিকে ছুটছিল টাইগাররা তখনই ছন্দপতন হয় বাংলাদেশের। ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে বোল্ড আউট হয়ে ফেরার আগে ৬৯ বলে ৬ চার ও৩ ছক্কায় ৬৭ রানের ইনিংস খেলেন এই টাইগার ওপেনার।
পরপর উইকেট হারিয়ে দল যখন ধুঁকছিল তখনি ব্যাট হাতে দলের হাল ধরেন হৃদয় ও জাকের আলী। দুজনের জুটিতে বিপর্যয় কাটিয়ে বড় রানের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২০০ রান। ৬১ বলে ৪৩ রানে খেলছেন তাওহিদ হৃদয় এবং ৩৬ বলে ২২ রানে ব্যাট করছেন জাকের আলী।
বাংলাদেশের হয়ে ব্যাট হাতে এদিন ইমন করেন ৬৯ বলে ৬৭ রান, তানজিদ হাসান তামিম ১১ বলে ৭ রান, নাজুল হোসেন শান্ত ১৯ বলে ১৪ রান, মেহেদী মিরাজ ১০ বলে ৯ রান ও শামীম হোসেন পাটোয়ারী ২৩ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন।
লঙ্কানদের হয়ে আজকের খেলায় বল হাতে ২ উইকেট তুলে নেন আসিথা ফার্নান্দো। এবং একটি করে উইকেট সংগ্রহ করেন দুশমন্থ চামিরা, চারিথ আসালাঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।