ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

সরিষাবাড়ীতে ১৬ বছর পর পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ১০:২৪ পিএম
পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দিয়েছেন ফরিদুল কবির তালুকদার শামীম। ছবি- রূপালী বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে দীর্ঘ ১৬ বছর পর বহুল প্রতীক্ষিত পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) দুপুরে আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।

দ্বিতীয় অধিবেশনে পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে নির্বাচিত ৭১ জন করে মোট ৬৩৯ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট চারজন প্রার্থী।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়েজুল কবির তালুকদার শাহীন (চেয়ার প্রতীক) এবং জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী লেকু (আনারস প্রতীক)। নির্বাচনে ৩৭১ ভোট পেয়ে বিজয়ী হন শাহীন, আর প্রতিদ্বন্দ্বী লেকু পান ২৩০ ভোট।

সাধারণ সম্পাদক পদে লড়াই করেন জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু (ফুটবল প্রতীক) এবং বর্তমান সাধারণ সম্পাদক শাহ্ আশরাফুল আলম ফকির (ছাতা প্রতীক)। নির্বাচনে ৩৩৩ ভোট পেয়ে জয়ী হন পিন্টু, আর আশরাফুল ফকির পান ২৬৫ ভোট।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন।

পৌর বিএনপির সভাপতি উপাধ্যক্ষ আব্দুল বারিকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল হক খান দুলাল, যুগ্ম সম্পাদক আহসানুজ্জামান রুবেল, জলবায়ুবিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল, সহ-প্রচার সম্পাদক সিপার মেহেদী, সদস্য লাবিব উদ্দিন তালুকদার লিটন, সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা যুবদলের আহ্বায়ক সজিব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাউসার আহমেদ ও সদস্য সচিব সুমন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন কর্নেল, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক কৃষ্ণচন্দ্র বসাক প্রমুখ।

সম্মেলনে বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সম্পাদক ও প্রার্থীরা তাদের বক্তব্য তুলে ধরেন।