ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫

১১ মাস পিছিয়ে গেল বাংলাদেশ-ভারত সিরিজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০৭:৫৯ পিএম
২০২৬ সালের সেপ্টেম্বরে এই সিরিজটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবি- সংগৃহীত

চলতি বছরের আগস্টে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ও ভারতের মধ্যকার ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজটি পিছিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ২০২৬ সালের সেপ্টেম্বরে এই সিরিজটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মূলত উভয় দলের আন্তর্জাতিক সূচির ব্যস্ততা এবং পারস্পরিক সুবিধার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিসিবি নিশ্চিত করেছে।

এর আগে সিরিজটিতে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল।

বিসিবি আরও জানিয়েছে, সিরিজের নতুন সূচি এবং ম্যাচগুলোর চূড়ান্ত দিনক্ষণ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।