ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫

কুষ্টিয়ায় বালুঘাট দখলে স্পিডবোর্ডে এসে ফিল্মি স্টাইলে গুলি, আহত ১

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০৮:৫৫ পিএম
বালুঘাট দখলকে কেন্দ্র করে পদ্মা নদীতে স্পিডবোর্ডে এসে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ। ভিডিও থেকে নেওয়া ছবি।

কুষ্টিয়ার ভেড়ামারায় বালুঘাট দখলকে কেন্দ্র করে পদ্মা নদীতে স্পিডবোর্ডে এসে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

শনিবার (৫ জুলাই) উপজেলার রায়টা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শহিদুল ইসলাম।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন স্পিডবোর্ডে আসতে আসতে গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে কয়েকজন পালাতে থাকে।

ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম রূপালী বাংলাদেশকে বলেন, স্পিডবোর্ডে এসে কয়েকজন গুলি করেছে। এতে একজন আহত হয়েছেন।