ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫

সাবেক এমপি বাবেলের পিএসসহ দুই আ. লীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০৯:২৮ পিএম
গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতারা। ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের ব্যক্তিগত সহকারীসহ (পিএস) দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পলাতক নেতাদের সংগঠিত করে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করে আসছিল। 

শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামিদের আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

কোতোয়ালী মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন সাবেক এমপি ফাহিম গোলন্দাজ বাবেলের ব্যক্তিগত সহকারী (পিএস) ও উপজেলা আওয়ামী লীগ নেতা আজাহারুল ইসলাম টিটু (৪৪) এবং ময়মনসিংহ মহানগর মজিব সেনা কমিটির সভাপতি ও নগরীর নতুন বাজারের নবাবি রেস্টুরেন্টের মালিক মাহাবুবুল ইসলাম মাহাবুব (৪৮)। 

এর আগে এদিন সকালে নগরীর পৃথক দুটি এলাকায় গোপন সংবাদে অভিযান চালিয়ে এই পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার করা হয়।

ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের পর ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। তবে বিচারক আগামী সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ২৫ জুন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পলাতক আওয়ামী লীগ নেতাদের সংগঠিত করার অভিযোগে নগরীর রামবাবু রোড এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার হন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি অধ্যক্ষ মিনার (৪৫)। এ ঘটনায় গত ২৬ জুন রাতে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাইয়ুম মিয়া বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করেন।