ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

হাতীবান্ধার ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ১১:১৫ পিএম
গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান হাসেম তালুকদার। ছবি- রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান হাসেম তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে হাতীবান্ধা থানা পুলিশ।

গ্রেপ্তার হাসেম তালুকদার উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং উপজেলার সানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

হাতীবান্ধা থানা ওসি মাহমুদুন নবী জানান, ঢাকা শাহাবাগ থানার একটি হত্যা মামলার আসামি হাসেম তালুকদারকে সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না, তা খুঁজে দেখা হচ্ছে।

উল্লেখ্য, হাসেম তালুকদার এক সময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে কালক্রমে আওয়ামী লীগে যোগদান করে নৌকা প্রতীক নিয়ে সানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।