গাজীপুরের শ্রীপুরে জন্মগতভাবে দৃষ্টিপ্রতিবন্ধী একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। পরিবারটির আট সদস্যই দৃষ্টিপ্রতিবন্ধী এবং উপার্জনক্ষম কেউ না থাকায় দীর্ঘদিন ধরে তারা একটি ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন।
এমন খবর জানতে পেরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পরিবারটির জন্য একটি ঘর নির্মাণ করে দিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু।
শনিবার (৫ জুলাই) বেলা ১১টার দিকে তিনি উপস্থিত থেকে ওই পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন।
এ সময় পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ও আনন্দের ভাব লক্ষ করা যায়।
অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘বিএনপি একটি মানবিক দল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। সেই ধারাবাহিকতায় এ পরিবারের ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের চিকিৎসার ব্যবস্থাও নেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে ভবিষ্যতেও এ পরিবারের পাশে থাকব।’
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহউদ্দিন মির্ধা শ্রীপুর ইউসিসিএ’র চেয়ারম্যান সাংবাদিক মাহফুল হাসান হান্নান, রাজাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা আকরাম হোসেন এবং মাওনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিনসহ স্থানীয় বিএনপি নেতারা।