রাজধানীর পল্টন থানায় দায়ের করা গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ ১৬৭ জন বিএনপি নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত।
সোমবার (১৩ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ পুলিশের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন।
অব্যাহতি পাওয়া গুরুত্বপূর্ণ আসামিদের মধ্যে রয়েছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কফিল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, মিডিয়া উইংয়ের শামসুদ্দিন দিদার, নির্বাহী কমিটির সদস্য আমুনুল ইসলাম ও নিপুন রায়, যুবদলের সভাপতি রফিকুল ইসলাম মনজু এবং ছাত্রদল দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিনসহ আরও অনেকে।
মির্জা আব্বাসের আইনজীবী মহি উদ্দিন চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ‘তদন্ত শেষে পুলিশের প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। আদালত আজ সেই প্রতিবেদন গ্রহণ করে তাদের অব্যাহতির আদেশ দিয়েছেন। ফ্যাসিস্ট সরকারের দায়ের করা মিথ্যা মামলায় দেরিতে হলেও আমরা সুবিচার পেয়েছি।’
মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৪ নভেম্বর আফরোজা আব্বাসের নেতৃত্বে একটি মিছিল ফকিরাপুল থেকে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে আসে। পরবর্তীতে মির্জা আব্বাস, নবী উল্লাহ নবী ও কফিল উদ্দিনের নেতৃত্বে আরও কয়েকটি মিছিল যোগ দেয়। এ সময় তারা রাস্তা অবরোধ করে, ফলে যান চলাচলে বাধা ও জনভোগান্তি সৃষ্টি হয়।
পুলিশ রাস্তা ফাঁকা রাখতে অনুরোধ করলে, মিছিলকারীরা পুলিশের প্রতি উত্তেজিত হয়ে ওঠে এবং নয়াপল্টন এলাকায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করে, যার ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৯৫ লাখ টাকা। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
ঘটনার পর পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে প্রতিবেদন জমা দেয়, যেখানে আসামিদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি।
আদালত সেই প্রতিবেদন পর্যালোচনা করে সব আসামিকে অভিযোগ থেকে অব্যাহতি দেন।