একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। বেশ কয়েক বছর ধরে সবকিছু থেকে নিজেকে আড়াল করে রেখেছেন এই নায়িকা। সর্বশেষ পপি ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমার শুটিংয়ে ক্যামেরার সামনে দাঁড়ান। এরপর থেকে ‘লাইট’, ‘ক্যামেরা’ ও ‘অ্যাকশন’ থেকে দূরে এই অভিনেত্রী। বিরতির এই সময়টায় সংসার পেতেছেন তিনি। এরই মধ্যে একমাত্র সন্তান আয়াতও বড় হয়েছে। ব্যক্তিগত ঝামেলা কাটিয়ে নতুন করে কাজের কথা ভাবছেন পপি।
রূপালী পর্দায় ফেরার আগ্রহ জানিয়ে দৈনিক রূপালী বাংলাদেশকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী বলেন, ‘চলচ্চিত্র থেকে সাময়িক বিরতি নিয়েছি৷ নতুন করে কাজে ফেরার কথা ভাবছি। সন্তান জন্মের পর একটু মুটিয়ে গিয়েছিলাম, কিন্তু এখন অনেকটা ঠিক আছি। যেহেতু দীর্ঘ একটা গ্যাপ হয়েছে, তাই যেনতেন কাজ দিয়ে ফিরতে চাই না৷ ভালো কিছু দিয়েই ফিরতে চাই। ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করব।’
বর্তমানে পপি স্বামী ও সন্তান নিয়ে মালয়েশিয়া অবস্থান করছেন। কিছুদিন আগে অবকাশ যাপনে গিয়েছেন বলে জানান তিনি।
পপি অভিনীত মুক্তির অপেক্ষায় আছে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি। বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির খবর পাওয়া গেলেও শেষ পর্যন্ত আর আলোর মুখ দেখেনি। কবে মুক্তি পাবে তাও অজানা।
অন্যদিকে, পপির কারণে আটকে আছে রাজু আলীম পরিচালিত ‘ভালোবাসার প্রজাপতি’ ও আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ নামের সিনেমা দুটি।